Saturday, 14 May 2016

সর্বগ্রাসী

চারদিকে যেন শুধু সর্বগ্রাসীদের বিচরণ!
উদর পূর্তির পরও এরা তৃপ্তিহীন
ওরা তৃপ্তির ঢেঁকুর তুলতে জানে না
ওদের আরও চাই
দিনরাত্রি ওরা শুধু কা-কা করে বেড়ায়
সুযোগে অন্যের অধিকার হরণ করে
ব্যক্তিস্বার্থে স্ব-জাতির রক্তে নিজদেহ রজ্জিত করে
সবকিছু গ্রাস করে সবকিছু ভোগ করেও  ওরা নাকি সর্বহারা!
ওরা নাকি অনাহারী বঞ্চিতের দলে !
ভুখাদের মত ওদের আচরণ
সর্বগ্রাসীদের লোভ লালসা বিস্বাদ করে তুলছে শিষ্টদের বেঁচে থাকার স্বাদ
সবই যেন সর্বগ্রাসীদের দখলে, সবই যেন সর্বগ্রাসীদের বে-দখলে

No comments:

Post a Comment