Saturday, 14 May 2016

শূন্যতা

দীর্ঘশ্বাসে ঝড়ে পড়েছে প্রকৃতির সৌন্দর্য।
নগ্নদেহ নিয়ে বিষাদের সাক্ষী হয়ে
দাঁড়িয়ে আছে শতবর্ষী বৃক্ষ।
সমস্ত শরীর তাঁর ক্ষত বিক্ষত।
প্রভাতের গানের পাখি এখানে -
আড্ডায় মেতে উঠে না।
কিচিরমিচির ডাকে সুর তোলে না।
সন্ধার ক্লান্ত পাখি নীড় বাঁধে না।
চৈত্রের দুপুরের ঘর্মাক্ত পথচারী
প্রশান্তির আশায় ছায়া খোঁজে না।
কেবলই শূন্যতা,শূন্যতা আর শূন্যতা ।

No comments:

Post a Comment