মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত আমি যে কোন সময়।
মৃত্যুই আমাকে দিবে ক্লান্তহীন এক শান্তিময় জীবন।
কোন অপেক্ষা থাকবে না, অভিযোগ থাকবে না।
ভালোবাসার অবহেলা পোড়াবে না নক্ষত্রের মতো - প্রেম ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে।
লুব্ধক
পূর্ণিমা
পাহাড়
ঝরনাধারা
সমুদ্র
--- এসব দেখার সাধ জাগবে না।
কাম- বাসনা, রোগ- শোক স্পর্শ করবে না।
থাকবে না কোন নিত্যকার প্রাপ্তি- অপ্রাপ্তির হিসাব।
মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত আমি যে কোন সময়।
মৃত্যুই আমাকে দিবে ক্লান্তহীন এক শান্তিময় জীবন।
No comments:
Post a Comment