Saturday, 14 May 2016

নিয়তি

বিষন্নতার মাঝে জেগে উঠা
জ্যোৎসালোকিত চাঁদ
তেজস্বী সূর্যের আলো
স্বধর্মদ্বেষী হয়ে নিজস্বতা হারায়
অদৃষ্টের এমন নির্মমতায় আশাহত হয় সর্বশুভবাদী যুবক
হারিয়ে যেতে চায় বহুদূরবর্তী স্থানে
যেখানে নেই কোন হতাশা
নেই কোন অপ্রাপ্তির যন্ত্রনা
অদৃশ্যমান শিকলের বেড়ি
মহাযাত্রার পথ গতিরোধ করে
উত্তাল সমুদ্রের বুকে ডিঙ্গি নৌকায়
দোদুল্যমান শুভদর্শী যুবকের নিয়তি

No comments:

Post a Comment