Saturday, 14 May 2016

আমি প্রেমে পড়েছি

আমি প্রেমে পড়েছি 
গভীর অন্ধকারে জ্বলে থাকা একটি ছোট্ট প্রদীপের
যার আলোর শিকায় জ্বলজ্বল করে প্রেয়সীর মুখ
আমি প্রেমে পড়েছি
নীল সমুদ্রের বুকে জেগে উঠা উত্তাল ঢেউয়ের
প্রেয়সীর কলঙ্ক মোচনের জন্য তীব্র বেগে যে তীরে ছুটে আসে
প্রেয়সীর কলঙ্ক মুছে সতীসাধ্বী করে
আমি প্রেমে পড়েছি
সমুদ্রতটে পড়ে থাকা শঙ্খ-ঝিনুকের
প্রিয়ার কানের দুল, হাতের চুড়ি কিংবা গলার মালা হয়ে যে অমরত্ব লাভ করে
আমি প্রেমে পড়েছি
ফাল্গুনি বাতাসে ঝরে পড়া মরা পাতার
প্রেয়সীর নরম পায়ের স্পর্শের জন্য যে গালিচা হয়ে অপেক্ষার প্রহর গুনে
আমি প্রেমে পড়েছি
বসন্তের কোকিলের
যার কুহূ কুহূ ডাকে প্রেয়সীর হৃদয়ে শূন্যতার ঝড় তোলে
আমি প্রেমে পড়েছি
ঝরে পড়া শিউলির, ছোট্ট বকুলের
প্রিয়ার চুলের খোঁপা হয়ে যে সুঘ্রাণ ছড়ায়
আমি প্রেমে পড়েছি
ভোরের গানের পাখির
যাদের কিচিরমিচির ডাকে প্রেয়সী নতুন সূর্যের আহবানে সাড়া দেয়
আমি প্রেমে পড়েছি
গভীর অরণ্যে খড়ের তৈরি এক ছোট্ট কুঠিরের
প্রত্যহ সন্ধায় প্রেয়সীর হাতে যেখানে সন্ধা প্রদীপ জ্বলে

No comments:

Post a Comment