Saturday, 14 May 2016

বন্দনা

তুমি রবে সন্দীপনে
নিভৃতে হৃদয় মাঝে
অনন্তকাল
মানুষ না, দেবী হয়ে
প্রভাতের রক্তিম সূর্য প্রত্যহ প্রণাম জানাবে
রক্ত জবা ফুটে থাকবে তোমার পদস্পর্শের অপেক্ষায়
সধবা' হাতের সিঁদুরে রাঙা হবে তোমার ললাট
আশাহত প্রেমিকের দল নতমস্তকে মাল্যদান করে
উচ্চস্বরে গাইবে তোমার স্তুতিগান
বর হিসেবে চাইবে - পরজন্মে যেন তুমি প্রেয়সী হও

No comments:

Post a Comment