Wednesday, 18 April 2018

নিভৃত উদ্যানে এক অপরিচিতা

চারপাশে মূর্ছনার সুরে, মন যেন কাকে খুঁজে মরে।
কখনো দূর থেকে কিছু হাহাকার
বৃষ্টি হয়ে প্লাবিত করে জমিন।
গোধূলির রাঙা আলোয় বর্ষার জলে ভিজতে থাকা একাকী শালিক -
নীরবে রচনা করে একাকিত্বের আখ্যান।
প্রণয়ের গভীর আবেগে অবুঝ মনে খুঁজে ফেরে বর্ণহীন শব্দের উৎস।
এ কোন ব্যাকুলতা, নাকি কেবলই ভ্রান্তি আমার?

No comments:

Post a Comment