Sunday, 4 March 2018

কোনকালে যদি দেখা হয়

কোন এক পড়ন্ত ফাল্গুনি বিকেলে
যদি আমাদের দেখা হয়
যদি সেদিন,
আমাদের গভীর নীরবতা বেহালায় সুর তোলে
বৃক্ষপত্র দীর্ঘশ্বাসে লুটিয়ে পড়ে
বুকের মধ্যে ঝরাপাতার শব্দ হয়
তোমার ঠোঁট কেঁপে যদি চোখের কোণে নীরবে গঙ্গা বয়ে যায়
তাহলে জানবে --- আমাদের বর্ণহীন আকাশে সেই রঙিন ঘুড়ি আজও উড্ডীন।

No comments:

Post a Comment