Sunday, 4 March 2018

সত্যের প্রতি অবিচার

অত:পর - সন্ধা নামে।
আঁধারে ঢাকা পড়ে পৃথিবীর সমস্ত অন্যায়।
মাতৃগর্ভে শ্বাসরুদ্ধ হয় - ভ্রূণ।
রুদ্ধ দ্বার - মুক্তি নেই।
খোলা জানালার পাশে অসহায় মুখ।
নির্বাক - তবু বলে কত কথা।
অভিমানের পাহাড় দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ হয়ে।
এ যেন অভিসম্পাত মানবতার সাক্ষী।

No comments:

Post a Comment