Thursday, 31 March 2016

নগরীর ত্রিচক্রযানের ইতিহাস

রাজধানী  ঢাকাসহ  বাংলাদেশের বিভিন্ন  নগরীতে রিক্সা  চলাচল করতে দেখা যায় ঢাকার  রাজপথ  এখন প্রায় রিক্সার দখলেই পরিবেশবান্ধব এই  ত্রিচক্রযান নগরে  বসবাসরত  জনগণের দৈনন্দিন  যাতায়াতের অন্যতম  মাধ্যম সকল শ্রেণির সব বয়সী মানুষের কাছে এর  জনপ্রিয়তা  সমান ফলে রিক্সা  নগরবাসীর গমনাগমনের  অন্যতম  বাহনে পরিণত হয়েছে নগরবাসীর  জনপ্রিয়   ত্রিচক্রযানের জন্ম ও বাংলাদেশে এর আগমনী ইতিহাস খুবই চমকপ্রদ ।
রিক্সা আমাদের দেশের যানবাহন না ১৪৬ বছর পূর্বে মিজি সাম্রাজ্যের সময় অর্থাৎ ১৮৬৮ সালে সূর্যোদয়ের দেশ জাপানে রিক্সার  উদ্ভব হয় জাপানি শব্দ ‘nj jin-riki-sha’ থেকে রিক্সা শব্দের উৎপত্তি যার অর্থ হচ্ছে মনুষ্যবাহী বাহন । প্রথমদিকে মূলত ভারি  জিনিস বহনের  জন্য  রিক্সা  তৈরী করা  হয় কিন্তু ১৮৭০ সালের পর জাপানে রিক্সা  জনগণের  জনপ্রিয় গমনাগমনের  প্রধান বাহনে পরিণত  হয় তবে জাপানীদের জনপ্রিয় ত্রিচক্রযান ঠিক প্রথম কে আবিষ্কার  করেছিল  তা আজও  অনেকটাই  অজানা বিভিন্ন সময় বিভিন্ন দেশের জনগণ  জনপ্রিয়  এই ত্রিচক্রযান  আবিষ্কারের কৃতিত্ব  দাবি করেছেন তাই রিক্সা আবিষ্কারক মূলত কে এই নিয়ে  তর্ক-বিতর্কের শেষ নাই মার্কিনিরা দাবি করে  যে, ১৮৪৮ সালে আমেরিকার বোস্টন শহরের  মার্কিন কামার অ্যালবার্ট  টোলম্যান  মিশনারীদের  জন্য প্রথম  রিক্সা  তৈরী করেন অনেকে আবার দাবি করেন মিশনারীদের জন্য নয়, বরং মার্কিন মিশনারী জোনাথন স্কোবি  ১৮৬৯ সালের দিকে নিজের সুবিধার্থে রিক্সা আবিষ্কার করেন তাদের দাবি স্কোবি থাকতেন জাপানের ইয়াকোহামায় স্কোবির  স্ত্রী ছিলেন শারীরিক প্রতিবন্ধী ফলে তিনি চলাচল করতে পারতেন না মূলত স্কোবির  স্ত্রীর চলাচলের সুবিধার্থের জন্য তিনি রিক্সা তৈরী  করেন আবার এও শোনা যায় যে, ১৮৮৮ সালে একজন মার্কিন বাপ্তিস্ত  মিনিস্টার  রিক্সা  আবিষ্কার করেন অন্যদিকে রিক্সার জন্মস্থান জাপানের জনগণ  দাবি  করেন ইজুমি ইয়োসুকি নামক একজন রেঁস্তোরার মালিক ১৮৬৯ সালে  রিক্সা আবিষ্কার করেন তবে অধিকাংশ জাপানিরা তিনজন ব্যক্তিকে রিক্সা  আবিষ্কারের কৃতিত্ব দেয় এরা হলেন- ইজুমি ইয়োসুকি, সুজুজি টোকুজিরো এবং তাকায়ামা কোসুকি তাদের দাবি- এরা সেই ১৮৬৮ সালেই  রিক্সা আবিষ্কার করেছেন ফলে ১৮৭০ সালে জাপান সরকার এই তিনজনকে  রিক্সা তৈরীর বিক্রির অনুমতি দেয় এই জন্য রিক্সা চালানোর লাইসেন্স হিসেবে এই তিনজনের মধ্যে যে কোন একজনের সীল লাগত অনুমতিক্রমে মজার বিষয় হচ্ছে - জাপানে  রিক্সার উদ্ভব হলেও এই ত্রিচক্রযান এখন জাপানে প্রচলিত নেই জাপানে রিক্সা উদ্ভব হলেও বিশ্বের বিভিন্ন দেশে এই ত্রিচক্রযান প্রসার লাভ করেছে  এবং জনগণের জনপ্রিয়  বাহনে  পরিণত হয়েছে বিশেষ করে বাংলাদেশের  জনগণের নিকট এর জনপ্রিয়তা  ব্যাপক তবে জাপান থেকে সরাসরি  বাংলাদেশে এই  ত্রিচক্রযানের আগমন ঘটে নাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম  ভারতের সিমলায় ১৮৮০ সালের দিকে রিক্সার প্রচলন হয় এর ২০ বছর পর অর্থাৎ ১৯০০ সালের দিকে কলকাতা শহরে রিক্সার প্রচলন হয় তবে ১৯৬০ সালের দিকে রিক্সার  সাথে চেইন লাগিয়ে দেয়া হয় যাতে মানুষের পরিশ্রম কম হয় ৬০-এর দশকে নারায়ণগঞ্জের ময়মনসিংহের নেত্রকোনার  ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে চেইন লাগানো  রিক্সা বাংলাদেশে আনেন আর এভাবেই বাংলাদেশে  রিক্সার  চলাচল শুরু হয়

ফিচারটি www.pathshala24.com এ প্রকাশিত হয়েছে । 

No comments:

Post a Comment