রাজধানী ঢাকাসহ
বাংলাদেশের বিভিন্ন নগরীতে রিক্সা চলাচল করতে দেখা
যায় । ঢাকার রাজপথ এখন প্রায় রিক্সার দখলেই । পরিবেশবান্ধব এই ত্রিচক্রযান নগরে বসবাসরত জনগণের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম । সকল শ্রেণির সব বয়সী
মানুষের কাছে এর জনপ্রিয়তা সমান । ফলে রিক্সা
নগরবাসীর গমনাগমনের অন্যতম বাহনে পরিণত
হয়েছে । নগরবাসীর জনপ্রিয় এ ত্রিচক্রযানের জন্ম ও বাংলাদেশে এর আগমনী ইতিহাস খুবই চমকপ্রদ ।
রিক্সা আমাদের দেশের যানবাহন না । ১৪৬ বছর পূর্বে মিজি সাম্রাজ্যের সময় অর্থাৎ ১৮৬৮
সালে সূর্যোদয়ের দেশ জাপানে রিক্সার উদ্ভব হয় । জাপানি শব্দ ‘nj jin-riki-sha’ থেকে রিক্সা শব্দের উৎপত্তি ।
যার অর্থ
হচ্ছে মনুষ্যবাহী বাহন । প্রথমদিকে মূলত ভারি জিনিস বহনের জন্য
রিক্সা
তৈরী করা হয় । কিন্তু ১৮৭০ সালের
পর জাপানে রিক্সা জনগণের জনপ্রিয় গমনাগমনের প্রধান বাহনে পরিণত হয় । তবে জাপানীদের জনপ্রিয় ত্রিচক্রযান ঠিক প্রথম কে আবিষ্কার করেছিল তা আজও অনেকটাই অজানা । বিভিন্ন সময় বিভিন্ন দেশের জনগণ জনপ্রিয় এই ত্রিচক্রযান আবিষ্কারের কৃতিত্ব দাবি করেছেন । তাই রিক্সা আবিষ্কারক মূলত কে এই নিয়ে তর্ক-বিতর্কের শেষ নাই । মার্কিনিরা দাবি
করে যে, ১৮৪৮
সালে আমেরিকার বোস্টন শহরের
মার্কিন কামার
অ্যালবার্ট
টোলম্যান মিশনারীদের জন্য প্রথম রিক্সা তৈরী করেন
। অনেকে আবার
দাবি করেন মিশনারীদের জন্য নয়, বরং মার্কিন মিশনারী জোনাথন স্কোবি ১৮৬৯ সালের
দিকে নিজের সুবিধার্থে রিক্সা আবিষ্কার করেন । তাদের দাবি স্কোবি থাকতেন জাপানের ইয়াকোহামায়। স্কোবির স্ত্রী ছিলেন শারীরিক প্রতিবন্ধী । ফলে তিনি চলাচল করতে
পারতেন না । মূলত স্কোবির স্ত্রীর চলাচলের সুবিধার্থের জন্য তিনি রিক্সা তৈরী করেন । আবার এও শোনা
যায় যে, ১৮৮৮
সালে একজন মার্কিন বাপ্তিস্ত মিনিস্টার রিক্সা আবিষ্কার করেন । অন্যদিকে রিক্সার জন্মস্থান জাপানের জনগণ দাবি করেন ইজুমি ইয়োসুকি নামক একজন রেঁস্তোরার মালিক ১৮৬৯ সালে রিক্সা আবিষ্কার করেন । তবে অধিকাংশ জাপানিরা তিনজন ব্যক্তিকে রিক্সা আবিষ্কারের কৃতিত্ব দেয় । এরা হলেন-
ইজুমি ইয়োসুকি, সুজুজি টোকুজিরো এবং তাকায়ামা কোসুকি । তাদের দাবি- এরা সেই ১৮৬৮ সালেই রিক্সা আবিষ্কার করেছেন । ফলে ১৮৭০ সালে
জাপান সরকার এই তিনজনকে রিক্সা তৈরীর ও বিক্রির অনুমতি দেয় । এই জন্য
রিক্সা চালানোর লাইসেন্স হিসেবে এই তিনজনের মধ্যে যে কোন একজনের সীল লাগত অনুমতিক্রমে । মজার বিষয় হচ্ছে - জাপানে রিক্সার উদ্ভব হলেও এই ত্রিচক্রযান এখন জাপানে প্রচলিত নেই । জাপানে রিক্সা উদ্ভব হলেও বিশ্বের বিভিন্ন দেশে
এই ত্রিচক্রযান প্রসার লাভ
করেছে এবং জনগণের জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে । বিশেষ করে বাংলাদেশের জনগণের নিকট এর জনপ্রিয়তা ব্যাপক । তবে জাপান থেকে
সরাসরি বাংলাদেশে এই ত্রিচক্রযানের আগমন ঘটে নাই । দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম ভারতের সিমলায় ১৮৮০ সালের দিকে
রিক্সার
প্রচলন হয় । এর ২০ বছর পর অর্থাৎ ১৯০০ সালের
দিকে কলকাতা শহরে
রিক্সার প্রচলন হয় । তবে ১৯৬০
সালের দিকে রিক্সার সাথে চেইন লাগিয়ে দেয়া হয় । যাতে মানুষের পরিশ্রম কম হয় । ৬০-এর দশকে নারায়ণগঞ্জের ও ময়মনসিংহের নেত্রকোনার ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে চেইন
লাগানো রিক্সা বাংলাদেশে আনেন । আর এভাবেই বাংলাদেশে রিক্সার চলাচল শুরু
হয় ।
ফিচারটি www.pathshala24.com এ প্রকাশিত হয়েছে ।
ফিচারটি www.pathshala24.com এ প্রকাশিত হয়েছে ।
No comments:
Post a Comment