তুমি আর যাই হও না কেন, কখনও কারো প্রেমিকা হতে পারবে না।
প্রেমিকা হতে হলে আকাশের মতো মন থাকতে হয়।
প্রেমিকারা কখনো লোভী হয় না।
সামান্য একটা বেলি ফুলের মালা কিংবা অযত্ন অবহেলায় পড়ে থাকা বকুলের মালা খোঁপায় দিয়ে দিব্যি হাসি মুখে প্রেমিকের হাত ধরে নগরীর অলি-গলি চষে বেড়ায়।
ময়ূরের মতো পেখম মেলে আনন্দ করে।
প্রেমিকারা শিশুর হাসির মতো পবিত্র হয়।
প্রেমিকারা অবুঝ বালিকা হয়,
ইচ্ছে হলে প্রেমিকের কাছে মাঝ পুকুরের পদ্ম দাবি করে।
পদ্ম হাতে প্রেমিকের গাল লিপস্টিকে রাঙিয়ে দেয় - আবার তা দেখে পাগলীর মতো খিলখিলিয়ে হাসে।
প্রেমিকারা প্রকৃতির মতো উজার করে ভালোবাসতে জানে।